ত্রিপোল সেঞ্চুরি | বিশ্বজিৎ মানিক
তিন শত কবিতা আজ – পুরো হলো লেখা
কবি যেন হয়ে গেলো – গাঁয়ের এক খোকা
লেখালেখি শুরু তার – বসে নিজ ঘরে
মিশে গেছে আজ খোকা – কবি-দের ভীড়ে।
ঘর-বাড়ি আছে তার – শহরের পাশে
সেই ঘরে বাস করে – খোকা সুখে হেঁসে
সরকারি অফিসে – কাজ করে খায়
সন্ধ্যায় ফিরে বাড়ি – সকালে সে যায়।
হঠাৎ তার হয়ে গেলো – কাজে প্রমোশন
বদলাতে হলো তার – কাজের আসন
দূর দেশে চলে গেলো – খোকা ছেড়ে বাড়ি
সেই থেকে লেখা শুরু – কবিতার সারি।
অফিসের বড়ো সাহেব – কবি, কৃপাময়
সৃজনশীলতায় তিনি – খুবই সদাশয়
উৎসাহ পেয়ে খোকা – লেখে অবিরত
এক দুই তিন করে – হলো তিনশত।
সিবিএনএ ছাপা করে – দেড় শত তার
বেড়ে যায় এতে করে – কবিতার সম্ভার
করোনার কালে তার – অর্জন এই
তাতে কোন দ্বিধা কি’বা – সংশয় নেই ।
০৬/০৫/২০২১ খ্রিস্টাব্দ।